আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় রিয়াদ ফুড ও মুড়ির মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ২১ ডিসেম্বর ২০২২ ০৬:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়ায় বিএসটিআই লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে মুড়ির মিলি ও রিয়াদ ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার আধুনগরে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। জরিমানা আদায়কৃতরা হলেন আইয়ুব এন্টারপ্রাইজ মুড়ির মিলের ম্যানেজার সিরাজুল ইসলাম ২৫ হাজার টাকা ও রিদায় ফুড প্রোডাক্ট এর ম্যানেজার নুরুর আলম ২৫ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) সজিব চৌধুরী, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুর রশিদ, নয়ন দাশ প্রমূখ। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় প্রসিকিউশন আমলে নিয়ে লাইসেন্স ব্যতিরেকে মুড়ি মিল পরিচালনা করায় আইয়ুব এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ সিরাজুল ইসলাম ও লাইসেন্সের শর্ত লংঘন করে অস্বাস্থ্যকর ও জনগণের ক্ষতি হয় এরকম পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ করায় রিয়াদ ফুড প্রোডাক্টস এর ম্যানেজার নুরুল আলম এর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।