আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় মালাই ও শাহী মজিদিয়ায় হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ০৮:২৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনস্থ মালাই শো রুম লোহাগাড়া শাখা ও হোটেল শাহী মজিদিয়া হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি খাবারসমূহ সংরক্ষণের অপরাধে মালাইকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে হোটেল শাহী মজিদিয়াকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩১ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি খাবারসমূহ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণের অপরাধে হোটেল শাহী মজিদিয়াকে জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক।