চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসামী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার পুটিবিলা গৌড়স্থান লাকড়ী পাড়া এলাকা থেকে এসআই কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে গ্রামের মৃত ফজল করিমের ছেলে ও পুটিবিলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট লোহাগাড়ার পদুয়া বাজারে ছাত্র-জনতার আন্দোলনে হামমলার ঘটনায় ৬১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন মোহাম্মদ মোমেন নামের এক যুবক। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওই মামলার ৪৬ নং আসামী। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, জাহাঙ্গীরের নামে এলাকায় বেশ বদনাম রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া থানায় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলায় এজেহার নামীয় আসামী। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।