চট্টগ্রামের লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির একটি পেঁচা ও ২টি লজ্জাবতি বানরসহ ৪ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন- বান্দরবান জেলার আলীকদম উত্তর পালং পাড়া এলাকার আনোয়ার হোসেন এর ছেলে মো. মোবারক হোসেন (২৭), মৃত আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৭), মো. সৈয়দ আলমের ছেলে মো. মহিউদ্দিন (২৪) ও খুলনা সোনাডাঙ্গা বয়রা এলাকার মৃত দিলু সিকদারের ছেলে মো. আজাহার সিকদার (৪২)। ২৭ জানুয়ারী বেলা সাড়ে ১২টার সময় উপজেলার বাড় আউরিয় ডিগ্রী কলেজ এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখি ২টি মোটরসাইকেলকে থামিয়ে হাতেনাতে তাদের আটক করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমীন, এসআই শরীফুল ইসলাম পিপিএম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। একইদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৪ জন প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ ও ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারা অনুযায়ী বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ এবং পাঁচ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। অর্থদÐ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। অপরদিকে উদ্ধারকৃত বিপন্ন বন্যপ্রাণী পেঁচা ও লজ্জাবতি বানর ২টি চুনতি অভায়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের কাছে অভয়ারণ্যে অবমুক্ত করার হস্তান্তর করেন ভ্রাম্যমান আদালত। চুনতি অভায়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, লোহাগাড়া থানা পুলিশের উদ্ধারকৃত পেঁচা ও লজ্জাবতি বানর দুটি বিলুপ্ত প্রাণী। বনে এমন প্রাণী দেখা মিলছেনা। উদ্ধারকৃত বিলুপ্ত বন্যপ্রানী পেঁচা ও লজ্জাবতি বানর দুটি চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।