আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ ০৪:৩৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়ায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আনিস লোহাগাড়া সদর ইউনিয়ন নেয়াজের টেক এলাকার মহরম আলীর ছেলে এবং লোহাগাড়া সদরস্থ ইনসাফ রেস্টুরেন্টের কর্মচারী। শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে লোহাগাড়া সদর নেয়াজর টেক এলাকায় নিহতের নিজ বাড়িরেত এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আনিস লোহাগাড়া সদওে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঘটনারদিন সকালে গোয়াল ঘরে ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পিতা মহরম আলী জানান, আনিস হোটেল থেকে কাজ শেষ করোতেই বাড়ি ফিরেন। খুব ভোওে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে পাকা ঢালাইয়ের কাজ করে। ঢালাই শুকানোর জন্য ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।