আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ!

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ১০ জুন ২০২২ ০৮:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রকৌশলীকে মৌখিক অভিযোগ দিয়েছেন।

 

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মাটির নিচ থেকে গাইড সীমানা প্রাচীর কাজের পাকা পিলার তৈরি করেছেন। কাড়া থাকা মরিচিকা বা জং ধরা প্রায় ভেঙে যাওয়ার মতো লোহা দিয়ে পিলার তৈরি করছেন। নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, লোহাগাড়া অনেক পুরনো। ঠিকাদার যেরক লোহা, ইট, বালি ও কনক্রিট সরবরাহ দিয়েছেন আমরা সেগুলো দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।

 

লোহাগাড়া উপজেলা এলজিআইডি অফিস সুত্রে জানা যায়, পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অধিনে ১১ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা ৬৫ পয়সা বরাদ্দ দেন। নির্মান কাজ পান স্থানীয় ঠিকাদার দিপু কান্তি পাল। এদিকে, বিদ্যালয়ে গাইড ওয়াল নির্মাণে অনিয়ম হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রত্না রাণী আচর্য্য জানান, বিদ্যালয়ের গাইড ওয়াল নির্মাণে অনিয়ম হচ্ছে উপজেলা ইঞ্জিনিয়ারকে মৌখিকভাবে জানিয়েছিলাম। তারপরেও কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন ঠিকাদার।

 

ঠিকাদার দিপু কান্তি পাল জানান, বিষয়টি হচ্ছে অন্য জায়গায় কাজ করার পর অবশিষ্ট লোহা দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। উপজেলা প্রকৌশলীর অনুরোধে কাজ শুরু করেছি, এখানে অনিয়মের কোন সুযোগ নেই বলে কথা এড়িয়ে যান।

 

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর জানান, সীমানা প্রাচীর নির্মাণের শুরুতে অনিয়মের অভিযোগ পেয়ে কাজের তদারকি করে কাজ বন্ধ করে দিয়োছিলাম। কোন প্রকার অনিয়ম ছাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ঠিকাদারকে সতর্ক করে দিয়েছি।