লোহাগাড়ায় পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কায্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাসে যাত্রীর দেহে তল্লাশী তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার সকালে আদালতে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন- ২ হাজার পিস ইয়াসহ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা চুরামনি পাক্কা দোকাল এলাকার মৃত আবুল ফয়েজ এর ছেলে মো. জাহিদ আলম (৩৮), ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া এলাকার আবদুল মুনাফ এর ছেলে মো. কাশেম (৩২) ও ৩ হাজার পিস ইয়াবা ট্যালেটসহ টেকনাফ নাইট্যাং পাড়া এলাকার মৃত মাহমদুর রহমান এর ছেলে মো. ছলিম উল্লাহ (৪৪)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান এর নেতৃত্বে এসআই নুরুন্নবী ও এসআই সজিব মিয়া সঙ্গয়ি ফোর্স নিয়ে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন- মাদকের বিরুদ্ধে চলমান পৃথক পৃথক অভিযানে থানা পুলিশ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।