আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইন

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ৫ মার্চ ২০২৩ ০৬:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের লোহাগাড়াায় নয় ইউনিয়ন পরিষদে তিন দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইনে সেবা প্রার্থীদের ঢল নেমেছে। রোববার (৫ মার্চ) সরজমিন পরিদর্শনে উপজেলার চুনতি সাতগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পদুয়া ওয়ার্ডবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অস্থায়ী ক্যাম্পে সেবা প্রার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে সেবা গ্রহণ করছেন। গত ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে তিন দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন চলমান থাকবে। সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রম। তিন দিনব্যাপী শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনে প্রথম দিন প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড, দ্বিতীয় দিন ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং শেষ দিন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে পূর্বের সিডিওল অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রম চলছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের অস্থায়ী ক্যাম্পেইন গুলো পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ্, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাজাহান। এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান স্ব-স্ব অস্বায়ী ক্যাম্প পরিদর্শন করে সেবার তদারকি করছেন। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদিন জনু বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে জনগনের যেমন উপকার হচ্ছে তেমনি ইউনিয়ন পরিষদের কাজও ত্বরান্নিত হচ্ছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, জন্ম ও মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডুকুমেন্ট। সরকার আইন করে জন্ম ও মৃত্যু সনদ সবার জন্য বাধ্যতামুলক করেছেন। অনেক অচেতনার জন্য বাচ্চা জন্ম গ্রহন ও মা-বাবার, ভাই- বোন মৃত্যুর পরও নিবন্ধন করে না। এসকল সনদ সব ক্ষেত্রে গুরুত্ব বহন করছেন। আমাদের দুটি উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে অল্প সময়ের মধ্যে সেবা , অপরটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এসকল সেবা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের দৈন্দিন কাজের একটি অংশ।