চট্টগ্রামের লোহাগাড়ায় শেখ হাসিনা সরকারের অবৈধভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীসহ সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় গণমিছিল ও সমাবেশের আয়োজন করেন লোহাগাড়ার সাধারণ ছাত্র-জনতা।
গণমিছিলটি লোহাগাড়া বটতলি মোটর স্টেশন থেকে শুরু করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবীতে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন। পরে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের উপজেলা চেয়ারম্যানসহ কোন জনপ্রতিনিধি দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছেন দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করবে। যদি পদত্যাগ না করেন, গণভবনের মতো বাসভবন ঘেরাও করে সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে বলে হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এইচ.এম তামিম (মির্জা ভাই) ও ইয়াসিন আরফাত।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইনামুল হাছান বলেন, লোহাগাড়া উপজেলায় সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবী তুলে সকাল ছাত্র-জনতার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।