আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় চুলার আগুনে পুড়ল ৪ বসতঘর

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ ০৪:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়ায় চুলার আগুনে ৪ পরিবারের মাটির তৈরি বসতঘর পুঁড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবদুল ছবুর। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজিরভিটা আলী মাস্টার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে মনির আহমদ, মৃত গুরা মিয়ার ছেলে জাফর আহমদ (প্রকাশ জাফর মেস্ত্রী), মোহাম্মদ ওসমান ও মো. ইসহাক প্রমূখ। সরেজমিন পরিদর্শনে ক্ষতিগ্রস্থ মো. ইসহাক নামের বলেন, ঘটনারদিন আমি বাড়িতেই ছিলাম। আগুনের লেলিহান শিখা ও চিৎকার শোনে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ গ্রহণ করি। স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আশপাশের ঘরে আগুন ছড়ানো থেকে রক্ষা করা গেলেও ৪ পরিবারের বসতঘর নিমিষেই পুঁড়ে ছাঁই হয়ে যায়। মনিরআহমদ এর রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ জাফর আহমদ বলেন, চিকিৎসা বাবদ নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণলংকার এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র নিমিষেই পুঁড়ে যায়। আমি অসুস্থ মানুষ। অভাবের সংসার গুছানো বড় দায় হয়ে যাবে। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের ইনচার্জ রুবেল হোসেন এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের তথ্য মতে ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমান আরো বাড়তে পারে বলেও জানান তিনি।