চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর জোনাবীর পাড়া কাজীর পুকুর পাড় এলাকায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনচলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে শাহাব উদ্দিন (৩৫) নামের ১ ভবম মালিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ এ আদালতে অভিযান পরিচালিনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাট্ট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহাজাহান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহাজাহান বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে লোহাগাড়া সদর জোনাবীর পাড়াস্থ কাজীর পুকুর পাড়ের পূর্ব রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনচলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে অভিযান পরিচালিনা করি। এ সময় শাহাব উদ্দিন নামের ১ ভমন মালিককে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজকের মধ্যেই নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাফর আলম ও এসআই মামুনুর রশীদ প্রমূখ।