আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় খাস জমি কেটে মাটি উত্তোলন, মিনিট্রাক ও এস্কোভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ০৮:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার আমিরাবাদ নতুন ব্রীজ এলাকা থেকে অবৈদভাবে খাস জমি কেটে মাটি উত্তোলনের দায়ে একটি মিনিট্রাক ও এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

 

জানা যায়, খাস জমি কেটে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হলে অভিযানোর খবর পেয়ে অবৈধভাবে বমাটি উত্তোলন কারীরা পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতুর সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন "পরিবেশ বিনষ্টকারী যেকোন কর্মকান্ড কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানা পুলিশের এসআই সামছুদ্দোহা, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী শরফুদ্দিন সাদী, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী প্রমূখ।