চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর গুল-এ জার বালি উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আধুনগর গুল-এ জার বালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামশুদ্দীন এর সভাপতিত্বে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ট্রমা ও হাড় জোড়া বিশেষঞ্জ ডা: মাহমদুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আবসারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নার্গিস বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা জান মোহাম্মদ সিকদার, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের প্রধান ইন্সট্রাক্টর অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. ফরিদ উদ্দিন, এডভোকেট নওশাদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. খোরশেদ আলম, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রুকুন উদ্দিন খান, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র সাবরিনা ছিদ্দীকা প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রফেসর আমান উল্লাহ আমান, মো. জসিম উদ্দিন, আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, সাংবাদিক জাহেদুল ইসলাম, আধুনগর ইউনিয়ন পরিষদেও সাবেক সদস্য ডা: হায়াত মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষা’২৩-এ কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত সাইমা সোলতানা মাহি, খাতিজাতুল কোবরা মুন্নি, জান্নাতুল মাওয়া সুমাইয়া, সুমা বড়ুয়া, নুছহাতুল জান্নাত মুমু ও আফ্রিন হেলেনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্ররস্কার তুলে দেওয়া হয়।