আজ বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩১

লোহাগাড়ায় উল্লুক উদ্ধার, ২ পাচারকারীর জেল ও জরিমানা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ১২:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির এক উল্লুকসহ ২ পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। পাচারকাজে জড়িত থাকায় ওই ২ জনকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে উল্লুকটিসহ তাদের আটক করা হয়। দÐপ্রাপ্তরা হলেন- কুমিল্লা দেবিদ্বার ফতেয়াবাদ এলাকার জলিলের ছেলে মুবিন (৩০) এবং একই জেলার দাউদকান্দি পেন্নাই এলাকার মজিদের ছেলে মো. মাজহারুল (৩৫)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন- থানার ওসি মো. আতিকুর রহমান, এসআই মো. সাজিব হোসেন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন, সাতগড় বনবিট কর্মকর্তা মো. শাহ আলম প্রমূখ। লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে করে দুই যুবক মহাবিপন্ন প্রজাতির একটি উল্লুক নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে উল্লুকসহ ওই দুইজনকে আটক করতে সক্ষম হই। উপজেলা নির্বঅফিসার শরীফ উল্যাহ বলেন, আটককৃত ব্যক্তিরা বন্যপ্রাণী পাচারের কথা স্বীকার করেন। বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এই উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন। বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদÐ এবং দশ হাজার টাকা করে অর্থদÐ প্রদান, অর্থদÐ অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে।