লোহাগাড়া থানা পুলিশের বিশেষ বিশেষ অভিযানে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গত ২৫ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে আটক করেন। আটককৃতরা হলেন- কক্সবাজার সদর পিএমখালী ঘাট কুলিয়া এলাকার নুরুল কবির এর ছেলে মো. রিদুয়ান(২৭) ও ঈদগাঁও খামার পাড়া এলাকার মৃত ছাবের আহমদ এর ছেলে সাহাব উদ্দিন (৫৬)। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরদিন বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।