আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় আগুনে পুড়ল ২ পরিবারের বসতঘর

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ১০:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে মাটির তৈরি ২ পরিবারের বসত ঘর। বিষয়টি নিশ্চিতনকরেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল ছবুর কন্ট্রাক্টর।

মঙ্গলবার (১৭  এপ্রিল) ভোর রাতে লোহাগাড়া সদর ইউনিয়নেে ৮নং ওয়ার্ড খান মোহাম্মদ সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার নুর আহমদ সিকদারের ছেলে প্রবাসী মো. নাছির উদ্দিন (৪০), আহমদুর রহমান সিকদারের ছেলে মাওলানা মো. আলী সিকদার (৫২)।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রুবেল আলম বলেন, রাতে লোহাগাগা সদর ইউনিয়নে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে৷  তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্থের তথ্যমতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।