চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, কৃষি অফিসার মনিুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লামিয়া শারমিন, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, পিআইও মো. মাহবুব আলম শাওন ভুইয়া, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছফা চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. হেলাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনর রশিদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি সম্রাট, তথ্য আপা সোমাইয়া আকতার প্রমূখ।