আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে যুবককে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৭:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া সংলগ্ন সরকারি খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায়কৃত মো. তারেক (৩২) লোহাগাড়ার মো. সাহবা উদ্দিনের ছেলে। এসময় ২ লক্ষ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। তিনি জানান, লোহাগাড়ার চরম্বা মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া সংলগ্ন সরকারি খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে মো. তারেক নামে এক যুবকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা থানার এসআই মামুন মিয়া