লোহাগাড়ায় অধিকমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৩১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ জুলাই) বিকেলে লোহাগাড়ার বড়হাতিয়া মমনুফকিরহাট বাজারে ভ্যাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
জরিমানা আদায়কারী ব্যবসায়ীরা হলেন- মোহমাম্দ শাহজাহান ৫শ টাকা, নুরুল আমিন ভাত ঘরের মালিক নুরুল আমিন ১ হাজার টাকা, মোরশেদ স্টোরের মালিক মোরশেদ আলম ২০ হাজার টাকা ও বনরফুল এর মালিক মোহাম্মদ জাফর ১০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে মনুফকির হাট বাজারে অধিকমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৩১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, এএসআই শিপক ও ভূমি অফিসের নয়নদাশ প্রমূখ।