চট্টগ্রামের লোজাগাড়ার চরম্বা তেলিবিলা পদ্ম পুকুর পাড় এলাকায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে মো. নাজিম উদ্দিন (৪০) প্রকাশ নাজিম মৌলীকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকার সাচি মিয়ার ছেলে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, গত ১৬ এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার চরম্বা তেলিবিলা এলাকায় টিলা কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে ১টি ড্রাম ট্রাক ও ১টি মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। মঙ্গলবার মাটি কাটার সাথে জড়িত নাজিম উদ্দিন মাটি কাটার বিষয়টির দেষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, ইউপি সদস্য মো. সোলাইমান, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।