আজ শনিবার ৪ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমীর আত্মপ্রকাশ

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : শনিবার ২৪ জুন ২০২৩ ১১:১৮:০০ অপরাহ্ন | খেলাধুলা

লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমী নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমী নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়ার জসপ্রিয় ধারাভাষ্যকার কাইছার হামিদের সঞ্চলানায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম, , ফুটবল কোচ ও ক্রীড়াবিদ হায়দার কবির প্রিন্স, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান জাহাঙ্গীর হেসেন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী এমএ আজিজ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে সামশুল আলম, যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, মহিলা সম্পাদিক স্বপ্না দেবী ও মো. দিদার প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি ও লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সরওয়ার কোম্পানী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক  মো. আলমগীর, দিলওয়ারা জাহান মেমোরিয়াল কলেজের ক্রীড়া শিক্ষক মোহম্মদ আইয়ুব, বড়হাতিয়া ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, আমিরাবাদ সূখছড়ি রহমানিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মনছুর আলম, লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমী গঠনের উদ্যাক্তা মোজাফ্ফর আহমদ, মু. কুতুব উদ্দিন, জিয়াউর রহমান, নাছির উদ্দিন, মো. সোহেল, মো. রিয়াদ মেহরাজ, এসএম চিশতী, ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিন, সাংবাদিক, ক্ষুদে ফুটবলার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের খেলার গৌরব অর্জন করায় লোহাগাড়ার শহীদুল ইসলাম ও ফুটবলার ইসলাম তৌহিদকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমী। পরে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।