আজ সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

লুডু খেলা নিয়ে বাগবিতণ্ডা, দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৫:১৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজারের পেকুয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেক (৫৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল মালেক ওই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইনের সঙ্গে স্থানীয় বাজারপাড়ার নুরুল আমিনের ছেলে উজ্জলুর রহমান নাইবুর বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুজনের বাব আবদুল মালেক ও নুরুল আমিন। বাগবিতণ্ডার একপর্যায়ে আব্দুল মালেককে ছুরিকাঘাত করেন নুরুল আমিন। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আব্দুল মালেকের ছেলে মো. পারভেজ (২৫) ও স্থানীয় বুলু আকতার (৪০) আহত হন। তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, নিহতের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইন বলেন, নুরুল আমিন আমার বাবাকে ছুরিকাঘাত করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।