উৎসব মুখর পরিবেশে বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সভাপতি মো: রফিক ও সাধারণ সম্পাদক পদে বাসু পালিত,যুগ্ম সাধারন সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো,তৈয়ব আলী,সাংগঠনিক সম্পাদক মংচিং প্রু কে ঘোষণা করা হয়। শনিবার (৮ জুলাই) লামা উপজেলা টাউন হলে পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্মেলনের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মো: রফিক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌর মেয়র সাবেক ছাত্র নেতা সামছুল আলম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য ক্যাচা প্রু মার্মা। লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মোঃ জহিরুল ইসলাম। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে করা ৬টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ২টির ভিত্তি স্থাপন করেন। এসবের মধ্যে রয়েছে, লামা চেয়ারম্যানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সম্প্রসারণ, লামা আলীয়া এতিমখানার ভবন, চেয়ারম্যানপাড়া কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলস করন(ভিত্তি স্থাপন), বড় নুনারবিল কেন্দ্রীয় কবরস্থানের ভূমি উন্নয়নসহ বাউন্ডারি ওয়াল, লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদরাসা, লামা রাজবাড়ি জামে মসজিদ, লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ি হতে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন ও লামা মাস্টারপাড়া পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটার্নিং ওয়াল নির্মান ইত্যাদি।