আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লাইনে দাড়িয়ে ভোট দিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ১০:৩৩:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লাইনে দাড়িয়ে ভোট দিয়ে ভোট দিয়ে জয়ের আশা ব্যক্ত করলেন চট্টগ্রাম ১৩ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।  রবিবার (৭ জানুয়ারী)সকাল ৯ টা ৫০ মিনিটে উপজেলার হাইলধরে নিজবাড়ির বশিরুজ্জাম স্মৃতি শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, মানুষের উপস্থিতিও বেশি। জয়ের ব্যপারে আমি আশাবাদী। 

আমি যেখানেই নির্বাচনের প্রচারে গেছি, নৌকার পক্ষে জোয়ার দেখেছি। নৌকার জয় নিয়ে কোনো সংশয় নেই। মাঠ জরিপ করার জন্য আমার লোকবল রয়েছে। আমি তাদের দিয়েও জরিপ করিয়েছি। তাদের কাছ থেকে যে রিপোর্ট পাচ্ছি, এখানে নৌকার নিশ্চিত বিজয় হবে। সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যেন ভোটকেন্দ্রে আসে। আমার মূল ফোকাস নৌকার ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম ৫০ জন করে আওয়ামী লীগের নেতাকর্মী থাকবেন। তাঁরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাসহ ভোট প্রদানের কাজে সহযোগিতা করবেন।