আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ব্রিটিশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১২ মার্চ ২০২৩ ০৯:৪৯:০০ পূর্বাহ্ন | জাতীয়

কক্সবাজারে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল তারা ক্যাম্পগুলো পরিদর্শন করেন।  

তারা ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।  

 

১০ মার্চ ঢাকায় এসে পৌঁছান অ্যান মারি ট্রিভেলিয়ান। গত বছরের অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট (এফসিও) ট্রিভেলিয়ানকে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ট্রিভেলিয়ান দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।