আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

রায়জোয়ারা মাদ্রাসা পরিচালনা পরিষদে সভাপতি মনছুর ও সম্পাদক রশিদ

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৫১:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার অন্তর্গত দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিচালনায় কার্যকরী পরিষদ ২০২৩-২০২৫ইং মেয়াদের কমিটি ঘটন করা হয়। উক্ত কমিটিতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে মাদ্রাসার বর্তমান সভাপতি আফজল মিয়া স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মনছুর আলী ফয়সালকে কার্যকরী পরিষদের সভাপতি ও সমাজ সেবক মো. আবদুর রশিদ’কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভার স্বনামধন্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিচালনা পরিষদ ২০২৩ -২০২৫ইং গঠন কল্পে এক সাধারণ সভা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মাজেদ সওদাগরের সভাপতিত্বে এবং সমাজ সেবক এম ফয়েজ আহমেদ টিপু’র সঞ্চালনায় মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম ও বিদায়ী সাধারণ সম্পাদক ত্রৈমাসিক ম্যাগাজিন আলোকিত দোহাজারীর সম্পাদক এবং প্রকাশক আলহাজ্ব মাওলানা মো. আবদুল গফুর রব্বানীর উপস্থিতিতে মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সন্তান মো. হারুনুর রশিদ, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য সাবেক মেম্বার এসএম জামাল উদ্দীন, প্রকৌশলী আবদুল রহিম, মো.বাহাদুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল রহিম সওদাগর, মো. আবু তাহের সওদাগর, মো. আলম কোম্পানি, মো.হারুনুর রশিদ, মো. আবু তৈয়ব, মুন্সি মিয়া, মুহাম্মাদ জানে আলম, মুহাম্মদ জয়নাল আবেদিন, এড.তৌহিদুুল ইসলাম, মো. মুছা, ওসমান গনি, মুহাম্মদ মফিজ, আলী হোসেন, মুহাম্মদ সুমন, আবদুল গফুর, দেলোয়ার হোসেন সহ, কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।