কক্সবাজার রামুর ঈদগড় বড়বিল কমিউনিটি ক্লিনিকে কিশোরীদে রক্ত স্বল্পতা নিয়ে আলোচনা উত্তর এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ক্লিনিক পরিচালনা কমিটি ও সিএইচসিপি রেজাউল করিম এর ব্যক্তিগত উদ্যোগে ২৫ নভেম্বর সকাল ১১টায় কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসীয়া দাখিল মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কামাল শিশির, ৬ নং ওর্য়াড় ইউপি কামরুল আমিন কমরু।
বক্তব্য রাখেন, সিএইচসিপি রেজাউল করিম রাজু, সদস্য মৌলনা ওবায়দুল হক,মোহাম্মদ ওসমান ও ময়না।
সমাবেশে সভাপতিত্ব করেন, ক্লিনিক এর জমিদাতা আবুল কালাম।
এময় বক্তারা আগত কিশোরীদের উপলক্ষে রক্ত স্বল্পতা নিয়ে আলোচনার পাশাপাশি সপ্তাহে ১টি করে প্রতি সপ্তাহে ১০থেকে ১৯ বছর পর্যন্ত ফলিক এসিড তথা আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদানসহ ক্লিনিকের যাবতীয় সেবা গ্রহণ করার অনুরোধ জানান।