আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

রামুর ঈদগড়ে অপহরণের শিকার ইউপি সদস্য রুস্তম, মুক্তিপণে ছাড়

কামাল শিশির, রামু : | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৪:০৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

অপহরণের শিকার হয়েছে কক্সবাজার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রুস্তম আলী। 

২৬ নভেম্বর রাত সাড়ে ১১ টার সময় ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে অপহরণের শিকার হয়েছে বলে জানান ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।

অপহৃত মেম্বার রুস্তম আলী  ঈদগাঁও থেকে  বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়।

 

পরে মুঠোফোনে তার আত্মীয় স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 

 

চেয়ারম্যান  জানান, খবর পেয়ে তার পরিষদের অন্যান্য সদস্য, চৌকিদার দফাদারসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে   ২ লক্ষ টাকা পৌঁছে দিলে গজালিয়ার গহীন অরণ্যে থেকে রুস্তম আলী মেম্বারকে ছেড়ে দেয়।