আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রামুতে হেডম্যান হত্যার সহযোগীসহ প্রধান আসামি গ্রেফতার

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রামুর জোয়ারিনালা ব্যাঙডেবায় আলােচিত হেডম্যান আলী আহমেদ হত্যাকাণ্ডের সহযােগীসহ প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

তারা হলেন- ওই এলাকার নুরুল আজিমের পুত্র প্রধান আসামি সাজ্জাদ হোসেন (২০) ও একই এলাকার নুর আহাম্মদের পুত্র সানাউল্লাহ (২১)।

 

সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে বান্দরবানের লামা উপজেলার আলীকদম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১ টায়  র‍্যাব-১৫ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপঅধিনায়ক তানভীর হাসান। 

 

তিনি জানান, বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখলের জের ধরে গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী রামু বিট অফিসে গিয়ে স্থানীয় পাঁচজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে।  বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে তালা ঝুলিয়ে দেয়। তারপর হেডম্যান আলী আহমেদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।

 

তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গ্রেফতার এড়াতে আলীকদমে আত্মীয়ের বাড়িতে আত্মগােপনে চলে যায় তারা। সঠিক তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়।