আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামুতে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উদযাপন

কামাল শিশির, রামু : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ১০:২১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

রামু থানার উদ্যোগে   ৪ নভেম্বর সকাল ১১ঘটিকায় রামু থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা  হয়েছে।  উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কমিটির  সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। 

 

এস আই আজাদের পরিচালনায়  পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত( ওসি)  মোঃ আবু তাহের দেওয়ান। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু  কমিউনিটি পুলিশিং  এর সাধারণ সম্পাদক  বৌদ্ধ ধর্মীয় নেতা তরুণ বড়ুয়া, সুজন এর সভাপতি মোঃ আলম মাষ্টার, প্রবীণ আওয়ামী নেতা মোহাম্মদ গোলাম কবির, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূটৃো, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,রামু উপজেলা  স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক, সাংবাদিক নীতিশ বড়ুয়া, সোয়েব সাঈদ,আব্দুল মালেক সিকদার, আনিস নাইমুল হক,  সালামত উল্লাহ মেম্বার, সহ নেতৃবৃন্দ। 

রামু থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহের দেওয়ান বলেন - এলাকার বিশাল জনগোষ্ঠীর জানমালের দায়িত্ব পুলিশের। তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরী। প্রত্যেক নাগরিক কে গতচেতনতা করতে পারলে সমাজে মাদক ও অপরাধ প্রবণতা কমে যাবে।তাই সলককে শান্তি  শৃঙ্খলা বাজায় রাখতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।