আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামু মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার পুরস্কার বিতরণ

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:২৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

রামুতে সদ্য প্রতিষ্ঠিত মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুট্টো। তিনি বলেন, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার মতো প্রতিষ্ঠান প্রতিটি এলাকায় হোক, আমরা চাই। এসব প্রতিষ্ঠানের কারণে এলাকায় শৃঙ্খলা ফিরে আসে। ইহকালে শান্তি, পরকালে মুক্তির পথ সুগম করে। নিজেদের সন্তানদের গড়ে তুলতে মানারাতুল উম্মাহর মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো দরকার মন্তব্য করেন সিরাজুল ইসলাম ভুট্টো। প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হক ম্যানশনের মালিক আকবর আহমদ, কক্সবাজার নিউজ (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি থেকে চারদিন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হিফয ও সাধারণ বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। রামু সরকারি কলেজ সংলগ্ন হক ম্যানশনে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার ক্যাম্পাসের অবস্থান। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। কো-অর্ডিনেটর মাওলানা হাফেজ মিযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন বলেন, একজন আদর্শবান সন্তান বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় শক্তি। নৈতিক শিক্ষা ছাড়া আদর্শবান জাতি গড়া অসম্ভব। সুষ্ঠু ধারায় শিক্ষার মাধ্যমে নৈতিক যোগ্যতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। অনুষ্ঠানে শিক্ষক ফয়সাল উদ্দিন, মীম জুহাইদ, মোহাম্মদ ইউনুছ, মাফরুহা ইসমত, সুমাইয়া ইসলাম, জিয়া উদ্দিন, কমরুদ্দিন, শাহেদুল হক, অফিস সহকারী মোঃ ছানা উল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।