আজ রবিবার ১২ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

রাজস্থলীতে শিশুদের টিকাদান শুরু

মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ ০৫:১৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ুয়া ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৪ হাজার পাঁচশত শিক্ষার্থীকে কোভিড টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় করে মঙ্গলবার সকাল সাড়ে নয় টা থেকে রাজস্থলী ও বাঙালহালিয়াতে তে এই টিকা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা । তিনি জানিয়েছেন,মঙ্গলবার প্রথমদিনে রাজস্থলীতে ৫২০ জন শিশুকে কোভিড টিকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো রাজস্থলীতে ৪ হাজার পাঁচশত টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । প্রথমদিন মঙ্গলবার (১১অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে রাজস্থলী বাজার মডেল প্রাথমিক বিদ্যালয় ও বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলার দূর্গম এলাকার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। এর আগে সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এই বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে কভিড-১৯ টিকা কার্ড প্রদর্শন পূর্বক এই টিকা দেওয়া হয়েছে।