আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রেলি

রাজস্থলী প্রতিনিধ : | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০৪:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গাউসিয়া কমিটির আয়োজনে জশনে জুলুছ উদযাপন করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এই উপলক্ষে একটি র্যালি বের হয়। রিলিটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে তালুকদার পাড়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। জশনে জুলুসে উদযাপন কমিটির সভাপতি ফজল কাদের ও সদস্য সচিব হাফেজ জাহেদুল আলম এর নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা নুরুল আলম মেম্বার ও মাদ্রাসা কমিটির সভাপতি জয়নুল তালুকদার, মফিজ আহাম্মদ তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ জশনে জুলুসে উপস্থিত ছিলেন। দুপুর ১ টা ৩০ মিনিটে রাজস্থলী থানা পুলিশের উদ্যােগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় অতিথিরা বলেন, আজকের এই দিনে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন ঘটেছে। ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত।