আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাজস্থলী ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১১:০৪:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটি জেলার  রাজস্থলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি্ার  (২৫ নভেম্বর)  ফাউন্ডেশনের অস্থায়ী হল রুমে সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও  গণশিক্ষা শিক্ষক/শিক্ষকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়। 

 

সভায় শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়া লেখার মান আগামিতে আরও ভালো করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন   রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ।  এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান। 

 

স্বাগত বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া, কেয়ারটেকার মোহাম্মদ আকবর আলীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মডেল কেয়ার টেকার মৌলনা নুরুল হক, ইদ্রিস মিঞা,মাওলানা মুহাম্মদ ইদ্রিস প্রমুখ। আলোচনা সভায়প্রধান অতিথি  উবাচ মারমা বলেন, 

 সকল শিক্ষক সরকারের নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন। উপজেলার মসজিদ সমূহে সরকারি বিভিন্ন নির্দেশনা সমূহ জনগনের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তাছাড়া ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মুসল্লিদের সচেতন করার আহবান জানান তিনি। শিক্ষা কার্যক্রমের প্রসার বৃদ্ধির লক্ষে  শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে। এসময় সকল কেন্দ্র শিক্ষক ও কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন।