চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগ কর্মী মনজুর হোসেন প্রকাশ টাক্কুইল্ল্য (৩৫) খুনের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার(৯ অক্টোবর) রাত দেড়টার দিকে নিহত মনজুরের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি করেন। এদিকে তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করছে না পুলিশ।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে খুন করতে পারে ধারণা করছেন তাঁরা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার শান্তি নিকেতন শ্মশান এলাকায় আড্ডা দিচ্ছিলেন যুবলীগ কর্মী মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। হঠাৎ কালো মুখোশ পড়া কয়েকজন ব্যক্তি এসে তাঁদের ওপর অতর্কিত গুলি চালায়। পরে মনজুরকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন গুরুতর আহত মনজুর ও সেকান্দরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন। মনজুর হোসেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক।