আজ রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ অগাস্ট ২০২২ ১১:২৭:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮টি বসতঘর। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা আসকর আলী রোড এলাকায় এই ঘটনা ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে সৈয়দূর রহমান ও নেজাম উদ্দিনের দুটি মাটির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের আবদুল মান্নান, আবদুল কাদের, মোহাম্মদ ইউনুস, মো. ইউসুফ, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও আবদুস সোবহানের বসতঘরের বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়। তাদের সব মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

 

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, "আমাদের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছি।