‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়া উপজেলায় উদ্বোধন হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২। তিন দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুহাম্মদ কামরুজ্জামান সুমন। স্টেশন টিম লিডার জাহেদুর রহমান ও মো. ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার শীল, মুহাম্মদ হাসান, শিক্ষক আক্কাস আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের যান্ত্রিক মহড়া পরিদর্শন করেন অতিথিরা। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্সর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।