আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ ১১:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

জাতীয় শিক্ষা প্রজেক্ট ২০২৩ এর অধীনে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে সম্পন্ন হয়েছে। রাজাভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগীতায় ৩২ টি ইভেন্টে ইউনিয়নের সাতটি বিদ্যালয় অংশ নেয়। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া দাশ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন দেওয়ানর্জী'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার, প্রঙ্কস কুসুম বড়ুয়া, মো. হারুন, ফরিদ আহমদ, মো. ইদ্রিস মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। উল্লেখ্য বিভিন্ন ইভেন্টের ফাইনালে প্রথম স্থান অধিকারকারীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। এর আগে পহেলা ফেব্রুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত স্ব-স্ব স্কুল পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছিল।