আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী ও হুইল চেয়ার প্রদান

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২০ মার্চ ২০২৩ ০৯:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

রাঙ্গুনিয়ায় অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন দক্ষিণ নিশ্চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার, হুইলচেয়ার প্রদান এবং দোয়া মাহফিল সোমবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে স্থানীয় দক্ষিণ নিশ্চিন্তাপুর স্টেশন চত্বর মাঠে খতমে কুরআন ও দোয়া মাহফিল এবং বিকেলে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, চিনি, তেল, লবন, পেঁয়াজ, আলু, সেমাই, খেজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. আকতার হোসেন। প্রধান অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শওকত হোসেন পিপিএম। উদ্বোধন ছিলেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাজী দানু মিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অলি আহমদ। মো. মাসুদ পারভেজ ও মো. মিজানুর রহমান'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সোলাইমান, মো. রবিউল আলম, মো. মনজুর আলম, মো. তাজুল ইসলাম, সিনিয়র সদস্য মো. নুরুল আলম, মো. সেলিম, জাকির হোসেন, মো. ইউসুফ, মো. নাবিদ উল ওসমান, মো. আব্দুল মন্নান, মো. নুরুন্নবী, মো. ইসমাঈল, মো. হানিফ, মো. রফিক, দিদারুল আলম, চয়ন শীল প্রমুখ। শেষে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন টিমকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। জানা যায়, ৪ বছর আগে দক্ষিণ নিশ্চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ৪০০জন সদস্য এলাকার আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংগঠনটির পক্ষ থেকে দরিদ্র মেয়েদের বিয়ে ও অসুস্থদের চিকিৎসায় সহায়তা প্রদান, টিন বিতরণ, ঘর নির্মানে বিভিন্ন পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ নিশ্চিন্তপুরে একটি হাসপাতাল করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।