আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ০৬:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনজিও সংস্থা এওয়াক। এরঅংশ হিসেবে চাইল্ড ইম্পাউয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় লিলিয়ানী ফাউন্ডেশন ও সিডিডি এর সহযোগিতায় এওয়াকের ব্যবস্থাপনায় ২৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এওয়াকের রাঙ্গুনিয়ার ইছামতী ট্রেনিং সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আযম সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। 

 

এওয়াকের সহ–সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, থেরাপিস্ট রেজাউল করিম প্রমুখ।