আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় দুই ভাই খুনের ঘটনায় মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ ০৪:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গরুর দড়ি খোলা নিয়ে দ্বন্দ্বে আপন দুই ভাইকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) নিহতদের পিতা জহিরুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলাটি করেন। আসামিরা হলেন পদুয়া পশ্চিম খুরুশিয়া মধ্য পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম(৬২), তার তিন ছেলে সাইফুল ইসলাম (৪২,) মো. খোরশেদ আলম (৩০) এবং মোর্শেদুল আলম (২২)। এদের মধ্যে শফিকুল ও খোরশেদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী দুই আসামী এখনো পলাতক রয়েছে। এদিকে গতকাল বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে দাপন কাজ সম্পন্ন করা হয়। নিহতদের বাবা জহিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় আমার দুই ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকেরা। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পিতা বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরমধ্যে শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়ায় গরুর দড়ি খোলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই আপন ভাই জালাল ও কামাল। এ ঘটনায় চার জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।