চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর এনামকে (৩০) বাড়িতে ঢুকে গুলি করে খুনের ঘটনায় মো. বেলাল উদ্দিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দ্বারিকোপ কালার টিলা এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল উদ্দিন একই এলাকার কামাল হোসেনের ছেলে ও মামলার ১ নম্বর আসামি হেলাল উদ্দিনের বড় ভাই।
হত্যাকাণ্ডের পর নিহত দিনমজুর এনামের বড় ভাই মো. ওসমান বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল বলেন, নিহতের বড় ভাই ওসমান থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার আসামি বেলাল উদ্দিনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষের বাম এলাকায় বাড়িতে ঢুকে মাথায় গুলি করে হত্যা করা হয় দিনমজুর এনামকে।