আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জশনে জুলুসের র‍্যালীতে সুন্নী জনতার ঢল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ০৫:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাঙ্গুনিয়ায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার দক্ষিণ রাজানগরে গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি সোনারগাঁও শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী(দঃ) জশনে জুলুসের র্যালীতে অংশ নিয়েছেন সহস্রাধিক সুন্নী জনতা। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় সোনারগাঁও গাউছিয়া জামে মসজিদ চত্বর থেকে র্যালীটি বের হয়। এটি ইসলামপুর, গাবতল, রাণীরহাট, রাজারহাট, আলমশাহপাড়া, ধামাইরহাট দিয়ে পুনরায় সোনারগাঁও গাউছিয়া জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে মোটরসাইকেল, সিএনজি, জীপ, পিকাপসহ প্রায় শতাধিক বিভিন্ন যানবাহনে ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। শেষে সোনারগাঁও গাউছিয়া জামে মসজিদ চত্বরে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের হুজুর কেবলার ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাওছিফুল হুদা (মঃ জিঃ আঃ)। প্রধান অতিথি ছিলেন রাউজান উত্তর গুজরা বাইতুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী। মাহফিল পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও দাখিল মাদ্রাসার সহ সুফার কাজী আবদুল কুদ্দুস, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন মাহমুদ, মঈনুল কাদের, জুনায়েদ আকবর, মো. নেজাম, মো. সাঈদ, নঈম উদ্দিন, মো. মিনহাজ, আজিম উদ্দিন, আবদুর সত্তার প্রমুখ। মাহফিল শেষে বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।