আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জমি বিরোধ নিয়ে শিক্ষকসহ তিনজনকে মারধরের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১০ অক্টোবর ২০২২ ০৭:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষকসহ তিনজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের হাজী আবদুল গণি জামে মসজিদে জুমার নামাজ শেষে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেন (৩০), তার বোন শিরিন আকতার(৩৪) ও তার স্ত্রী কাজী ফারহানা নাজনীন (২৫)। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় একই দিনে আহত ইকবাল হোসেন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন তার প্রতিবেশী রশিদ আহম্মদের ছেলে জাহেদুল ইসলাম (২৫), শহীদুল ইসলাম (২৮), মৃত নজির আহম্মদের ছেলে রশীদ আহম্মদ (৬২) ও ফিরোজ আহম্মদ। লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিবাদিরা আমাদের প্রতিবেশী, তাদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের বিষয়ে আমি বেশ কয়েকবার থানায় অভিযোগ করেছি। এর মধ্যে তারা বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে আসছিল। গতকাল আমি জুমার নামাজ শেষে কবর যিয়ারত করছিলাম এসময় বিবাদীরা অতর্কিতভাবে কোদাল ও হাতে থাকা লাঠিসোটা দিয়ে হামলা করে আমাকে নীলাফোলা জখম করে। পরে আমার চিৎকার শুনে আমার বোন শিরিন আকতার ও আমার স্ত্রী কাজী ফারহানা নাজনীন দৌড়ে আসলে তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং তাদেরকেও হাতে থাকা লাঠিসোটা দিয়ে মেরে নীলাফোলা জখম করে। এক পর্যায়ে বিবাদীরা আমাকে দা হাতে নিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে মুসল্লী ও এলাকাবাসী আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ছালেহ উদ্দিন জানান, মসজিদের ইমামের বাসা ভাড়ার তুচ্ছ বিষয় নিয়ে ধস্তাধস্তি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিবাদী রশিদ আহম্মদ তাদের অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করে জানান, জুমার নামাজ শেষে ইকবাল কয়েকজন মহিলা নিয়ে মসজিদের মাঠে চলে আসে এসময় আমার ছেলেরা দৌড়ে আসলে হাতাহাতি হয়।