আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় জনশুমারি-গৃহগণনা উপলক্ষে র‍্যালী ও প্রশিক্ষণ কর্মশালা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ০৬:৪১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নে বাংলাদেশের ডিজিটাল ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে র‍্যালী বের করা হয়েছে। সোমবার (৬ জুন) সকালে পোমরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাপ্তি হয়। এর আগে(৪ জুন - ৭ জুন) চার দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।  এরই অংশ হিসেবে (পোমরা-বেতাগী) জোনের পোমরা অংশে এই র‍্যালীটি বের করা হয়। এসময় পোমরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী উপস্থিত থেকে সকল সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন, (পোমরা-বেতাগী) জোনের জোনাল অফিসার মো.দিদারুল ইসলাম, আইটি সুপারভাইজার আশু দাশসহ সুপারভাইজার ও গণনাকারীরা উপস্থিত ছিলেন। এসময় ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, জনশুমারি ও গৃহগণনার কাজ সুন্দরভাবে হয় সেদিকে সকলকে সহযোগিতা করতে হবে। সকলকে সম্পৃক্ত করে ভালোভাবে কাজ করবেন। সকলে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করবেন। একইসাথে উপজেলার ৯ টি ইউনিয়নের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়েছে। ইউনিয়নগুলো হলো- পৌরসভা, পদুয়া, সরফভাটা, চন্দ্রঘোনা, হোসনাবাদ , পারুয়া , রাজানগর, দক্ষিণ রাজানগর।