আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রাঙ্গুনিয়ায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৯ মে ২০২২ ০৬:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় জনশুমারি ও গৃহগণনা বিষয়ক উপজেলা শুমারি কমিটির সভা রোববার (২৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। 

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম , থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও জনশুমারি’র জোনাল অফিসার মো. এনামুল হক, দিদারুল ইসলাম প্রমুখ। 

আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশের মতো রাঙ্গুনিয়াও জনশুমারি ও গৃহগণনা হবে। এছাড়া ১৪ জুন রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভাসমান মানুষের শুমারি করা হবে। উপজেলায় শুমারিতে ৯ জন জোনাল অফিসার, ১৩০ জন সুপারভাইজার ও ৭৭৮ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন।