রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে মহান ভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মরিয়মনগর কেজি স্কুলে আয়োজিত কুইজ প্রতিযোগিতা বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপ্ত তরুণ সংঘের প্রধান উপদেষ্টা শওকত হোসেন সেতু। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের চিকিৎসক এস এম কাউসার। উদ্বোধক ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক শওকত হোসেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাবু সায়েম। সংবর্ধিত অতিথি ছিলেন প্রথম আলো বন্ধুসভা রাঙ্গুনিয়া শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মোরশেদ আলম, উদ্দীপ্ত প্রবাসী পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফ উদ্দিন আকবর, শিক্ষানুরাগী ফয়েজ বাহাদুর।
উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদক রবিউল হোসেন'র সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এম খয়রাত হোসেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া শাখার সহ সভাপতি নুরুল ইসলাম আজাদ, মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ইউপি সদস্য বেলাল হোসেন, এমরান হোসেন, মো. আলমগীর, রবিউল হোসেন, উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মো. সাইফ প্রমুখ।