আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

রাঙ্গুনিয়ায় এবার বন্যহাতির আক্রমণে দিন মজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ ০২:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় এবার বন্যহাতির আক্রমণে এক দিন মজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা মীরের খীল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দিন মজুরের নাম আব্দুর রশিদ(৬০)। সে এই এলাকার মৃত আব্দুর নবীর পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রশিদের বসতঘরের পাশে একটি বন্য হাতি বিভিন্ন গাছ ও ফসল নষ্ট করছিল। গাছ ভাঙ্গার শব্দ শুনে তিনি বের হলে এক পর্যায়ে হাতিটি তাকেও পৃষ্ঠ করে চলে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

 

এদিকে রাঙ্গুনিয়ায় বিশেষ করে সরফভাটায় বারবার এমন ঘটনায় স্থায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এ সমস্যার প্রতিকার দাবি করেন।

 

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান-ভোরে একদল বন্যহাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে আব্দুর রশিদের ঘরের চারপাশে বিভিন্ন গাছ ভেঙে নষ্ট করে। এ সময় তিনি হঠাৎ সামনে পড়ে গেলে তাকে পায়ে পিষ্ট করে বন্যহাতির দল।