রাঙ্গুনিয়ায় ইয়াবা এবং চোলাই মদ বিক্রির সময় তিন জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাণীরহাট ব্রিজের পাশ থেকে এলাকাবাসীর সহযোগিতায় ৫১পিস ইয়াবা ও ৩০লিটার চোলাই মদসহ তাদের আটক করে রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক এসআই রবিউল ইসলাম। আটককৃতরা হলেন মো. মোরশেদ(৪২), মো. রুবেল(২৬), মো. রফিকুল ইসলাম (২২)। জানা যায় সংঘবদ্ধ একটি চক্রসহ তারা দীর্ঘ দিন রাণীরহাট বাজারের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে মাদক বিক্রি কালে স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল বারেক এবং এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মোরশেদের কাছে ৫১পিস ইয়াবা এবং রুবেল ও রফিকুল ইসলামের কাছে ১৫ লিটার করে মোট ৩০লিটার চোলাই মদ পাওয়া যায়। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি জানান, গ্রেপ্তারকৃত তিন আসামীর বিরুদ্ধে মামলা দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।