চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় খামারে আগুন লেগে ১৮টি গরু মারা গেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল জামান সুমন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরফভাটার সিপাহিপাড়া এলাকায় একটি গরুর খামারে আগুন লাগে। আমাদের কাছে খবর আসে ৬টা ৪৫ মিনিটে। পরে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে করি। আগুনে ১৮টি গরু পুড়ে মারা গেছে। আমারা একটি গরু জীবিত উদ্ধার করতে পেরেছি। তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানতে পারিনি।
রাশেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সরফভাটার সিপাহিপাড়া সমাজ কল্যাণ সমিতির অধীনে এলাকার কয়েকজন যুবক মিলে খামারটি দিয়েছিলেন। এখানে অস্ট্রেলিয়ান জাতের বড় ১৯টি গরু ছিল। একটি বাদে সবগুলো গরু মারা গেছে।